নারী উদ্যোক্তা প্রায় অর্ধেক, বাস্তবায়িত হয়েছে ৬৯২টি কর্মসূচি
২০২৩–২৪ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির আওতায় দেশে প্রায় ৩৫ হাজার উদ্যোক্তা সরাসরি সহায়তা পেয়েছেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশন ৩৪ হাজার ৭২০ জন উদ্যোক্তার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ১ জন পুরুষ ও ১৭ হাজার ৭১৯ জন নারী উদ্যোক্তা রয়েছেন।”
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন সভায় জানিয়ে বলেন, গত বছর ৬৯২টি কর্মসূচি বাস্তবায়ন করেছে সংস্থাটি। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
- জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ প্রদান
- ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৪
- যশোর ও ময়মনসিংহ বিভাগীয় এসএমই মেলা
- চট্টগ্রামে আন্তর্জাতিক এসএমই ওমেন এক্সপো ২০২৪
- ১৪১টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম
- ২৩টি ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি
- নারী উদ্যোক্তাদের জন্য ‘উই হেল্প’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু
- মালয়েশিয়ার হালাল শোকেস এবং ঢাকা বাণিজ্য মেলায় অংশগ্রহণ
সভায় ২০২৫–২৬ অর্থবছরের বাজেট অনুমোদন ছাড়াও পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।
উদ্যোক্তাদের দাবি:
সভায় উপস্থিত সদস্যরা বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই খাতের অবদান অপরিসীম। তাই এসএমই ফাউন্ডেশনকে সরকারের উন্নয়ন কর্মসূচির একটি সমন্বয়কারী সংস্থা হিসেবে ঘোষণা করা প্রয়োজন।”