এক ইনিংসে ১০ ব্যাটার ইচ্ছাকৃত ‘রিটায়ার্ড আউট’, টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য রেকর্ড
নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটে গেল একেবারে ব্যতিক্রমী ঘটনা—এক ম্যাচে এক দল থেকে ১০ জন ব্যাটার ‘রিটায়ার্ড আউট’, অপরপ্রান্তে অপরাজিত ব্যাটার ফিরলেন শূন্য রানে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে।
সংযুক্ত আরব আমিরাতের নারী দল কাতারের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভারেই বিনা উইকেটে ১৯২ রান তোলে। এ সময় অধিনায়ক এশা ওজা খেলেন ৫৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস (১৪ চার, ৫ ছক্কা)। তার সঙ্গে ওপেনার তীর্থা সতীশ ৪২ বলে করেন ৭৪ রান (১১ চার)।
🔺 রিটায়ার্ড আউটের বন্যা
১৬ ওভারে দুজন ওপেনারই যখন সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন, তখন ম্যাচটা অন্য মাত্রা নেয়। এশা ও তীর্থা ইচ্ছাকৃতভাবে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর আমিরাত দল পরবর্তী আট ব্যাটারকেও রিটায়ার্ড আউট ঘোষণা করে, যা আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নজিরবিহীন।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, এক ইনিংসে ১১ জন ব্যাটারের মধ্যে ১০ জনই যদি রিটায়ার্ড আউট হয়, শেষ ব্যাটার কেবল অপরাজিত থেকেই ইনিংস শেষ হয়। তাই স্কোরকার্ডে ১১ নম্বরে থাকা ব্যাটারের নামের পাশে লেখা হয় *‘০’ (অপরাজিত শূন্য রান)**।
📊 রেকর্ড বইয়ে নতুন পৃষ্ঠা
- এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে নারী ও পুরুষ মিলিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ২ জন রিটায়ার্ড আউট হয়েছিলেন।
- আজকের ম্যাচে ১০ জন রিটায়ার্ড আউট হয়ে সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে আমিরাত নারী দল।
- মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে যেখানে মোট ১২টি রিটায়ার্ড আউট ঘটেছিল, সেখানে আজকের দিনে সংখ্যাটি বেড়ে হয়েছে ২২।
এদিকে, এশা ওজা নিজের নামও তুলেছেন রেকর্ডবুকে। এ ইনিংসের মধ্য দিয়ে তিনি নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক হয়েছেন। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও তানজানিয়ার ফাতুমা কিবাসু।
আমিরাতের ৮ জন সহ মোট ১৫ জন ব্যাটার ‘ডাক’ দেখেন, যা নারী ক্রিকেটে নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৯ জন ছিল।
পুরুষ ক্রিকেটেও এমন রেকর্ড শুধু টেস্ট ম্যাচেই আছে—১১ জন ‘ডাক’। সীমিত ওভারে সর্বোচ্চ ৯।