🔥 ভারত-পাকিস্তান আকাশযুদ্ধ: রাফাল ভূপাতিত? ভারত বলল—"ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ!" ✈️ ভারত বলছে সব পাইলট ঘরে ফিরেছে ⚔️ পাকিস্তান দাবি করেছে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস 🛩️ চীনের যুদ্ধবিমান দিয়েই নাকি রাফাল ভূপাতিত—বলছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা 🕵️ কাশ্মীর থেকে মিলছে বিধ্বস্ত বিমানের আলামত ক্ষয়ক্ষতি স্বীকার ভারতীয় বিমানবাহিনীর—‘এটা লড়াইয়ের অংশ’
WhatsApp
WhatsApp Channel
Join Now
Telegram Telegram Channel Join Now

রাফাল ভূপাতিত হওয়ার খবর নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি দাবি; যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধবিমান প্রসঙ্গও উঠে এল

ভারত–পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে বিমানবাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের বিমানবাহিনী বলেছে,

“ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ।”

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য ভারত প্রকাশ করেনি। একইসঙ্গে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,

“পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছেন।”

এদিকে, পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এই দাবি করলেও তা প্রমাণ করতে পারেনি।

তবে রহস্য বাড়িয়েছে কাশ্মীরের সরকারি সূত্রগুলোর বক্তব্য।
রয়টার্সকে দেওয়া তথ্যে তারা জানায়,

কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ঘটনার কিছুক্ষণ আগেই ভারত দাবি করেছিল, তারা পাকিস্তানে নয়টি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে। ভারত জানায়, ৭ মে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই হামলা চলে। মাত্র ২৫ মিনিটের মিশনে একাধিক বিমান হারানো ভারতীয় বাহিনীর জন্য মারাত্মক ধাক্কা, এমন মত বিশেষজ্ঞদের।

এই প্রেক্ষাপটে রয়টার্স এক প্রতিবেদনে জানায়,

পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, একটি রাফালও এতে ছিল। ফলে, চীনা যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতি নতুন করে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং একই সঙ্গে যুদ্ধবিমান সক্ষমতা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *