“মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস নয়, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে—সাফ বার্তা উপদেষ্টার”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিহার করা অপরিহার্য। তিনি স্পষ্ট ভাষায় জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের যারা সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করেছে, তাদের জনসম্মুখে ক্ষমা চাইতেই হবে।
শনিবার (১০ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, “পাকিস্তান এই দেশে পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা আজও ক্ষমা চায়নি। বরং তারা নানা ইনিয়ে-বিনিয়ে ভাষণে গণহত্যার পক্ষে বয়ান তৈরি করে চলেছে, যা চলতে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের শক্তির ভেতরে প্রবেশ করে যারা ঘায়েল করার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ড অবিলম্বে থামাতে হবে। খোলাখুলি ও স্পষ্ট অবস্থান নিতে হবে। ‘সাফ দিলে আসতে হবে’— অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”
উপদেষ্টা মাহফুজ আলম বিশেষভাবে মুজিববাদী বামদের সমালোচনা করে বলেন, “এই গোষ্ঠীর ক্ষমা নেই। তাদের মধ্যে অনেকেই অতীতে গুম-খুনের পরিকল্পনা এবং মোদীবিরোধী আন্দোলনে সহিংসতার সঙ্গে যুক্ত ছিল। তারা ছিল সেই কুখ্যাত থার্টি সিক্সথ ডিভিশনের অংশ, যারা জুলাইয়ের সময় নিকৃষ্ট দালালি করেছে, অথচ আজও বহাল তবিয়তে অবস্থান করছে।”
তিনি অভিযোগ করেন, “মুজিববাদী বামেরা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ‘জুলাই’–এর পক্ষের শক্তির সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। তারা আজও দেশে বসে গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং ক্ষমতার বি-টিম হিসেবে কাজ করছে। তবে তাদের সময় শেষের পথে। অন্য কারও কাঁধে ভর করে লাভ হবে না।”
এই বক্তব্যে দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনরুত্থান এবং মীমাংসাহীন যুদ্ধাপরাধ ইস্যুতে সাফ ও স্পষ্ট অবস্থানের গুরুত্ব পুনরায় তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম।