কাশ্মীর ইস্যুতে টানা পাল্টাপাল্টি হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের ঐকমত্য
দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাত থেকে পিছু হটে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান।
ট্রাম্প লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই পক্ষের শুভবুদ্ধিপূর্ণ এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
এর কিছুক্ষণের মধ্যেই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “আমরা সব সময়ই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। তবে সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করিনি।”
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দিল্লিতে এক ব্রিফিংয়ে জানান, পাকিস্তানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের মহাপরিচালক আজ বিকেলে ভারতের সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। আলোচনার ভিত্তিতে ঠিক হয়, ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে।
পটভূমি:
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়। ভারত হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে, যা ইসলামাবাদ প্রত্যাখ্যান করে।
এর জেরে দু’দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান চালায়, যার পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ চালায় বলে দাবি করা হয়। এই উত্তপ্ত প্রেক্ষাপটেই আসে যুদ্ধবিরতির ঘোষণা।