‘মা’ ছবির ট্রেলারে মেয়ের প্রসঙ্গে মুখ খুললেন অজয়, দীপিকার বিতর্কেও দিলেন ইঙ্গিত!
বলিউড তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজলের নতুন ছবি ‘মা’ নিয়ে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অজয় দেবগণ প্রযোজিত, বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে কাজলকে দেখা যাবে এক অশুভ শক্তির বিরুদ্ধে মেয়ের জীবন বাঁচাতে লড়তে। তবে সব আলোচনার কেন্দ্রে যেন একটাই প্রশ্ন – অজয়-কাজলের কন্যা নিয়াসা দেবগণ কি এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন? 🤔
বৃহস্পতিবার ‘মা’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে কাজল, অজয় দেবগণের পাশাপাশি হঠাৎই হাজির হয়ে চমকে দেন ‘শয়তান’ খ্যাত অভিনেতা আর মাধবন। অনুষ্ঠানে কাজল জানান, এটিই তাঁর অভিনীত প্রথম মাইথো-হরর ছবি। তিনি বলেন, “এর আগে আমাকে এই ঘরানার ছবির কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ওর (অজয়) প্রযোজনা সংস্থা আমাকে সুযোগ দিয়েছে। এখনকার গল্প ভালো, আর আমরা ভালো ছবি নির্মাণ করছি।” চরিত্রের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, “আমি সেটে গিয়েই চরিত্রের মতো হয়ে উঠি। গোটা দল মিলে কাজ করলেই ভালো ছবি তৈরি হয়।”
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নিয়াসার বলিউড অভিষেক নিয়ে গুঞ্জন। ‘মা’ ছবিতে কাজলের মেয়ের চরিত্রের জন্য নিয়াসার কথা ভাবা হয়েছিল কিনা, এই প্রশ্নের জবাবে প্রযোজক অজয় দেবগণ সরাসরি জানান, “না। আর এখন সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা নেই নিয়াসার।” এই উত্তরে আপাতত নিয়াসার বলিউডে আসার জল্পনার অবসান ঘটলেও, ভবিষ্যতে কী হয়, তা সময়ই বলবে। 😉
অন্যদিকে, হরর ছবির প্রসঙ্গে অজয় হলিউডের সাথে বলিউডের তুলনা করে বলেন, “আমাদের কাছে পৌরাণিক কাহিনি আছে… হলিউডকে গল্প সৃষ্টি করতে হয়েছে। আমাদের কাছে আসল কাহিনি আছে।” ‘মা’ ছবির সঙ্গে ‘শয়তান’-এর তুলনাতেও তিনি নারাজ।
তবে অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে – দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের দাবি এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়ার বিতর্ক। কারও নাম না নিলেও, এই প্রসঙ্গে অজয়-কাজল তাঁদের মতামত দেন। কাজল মজার ছলে বলেন, “আমার কাছে বিষয়টা ভালো লেগেছে যে আপনাকে কম কাজ করতে হবে।” অজয় আরও যোগ করেন, “অধিকাংশ সৎ চিত্র নির্মাতার এতে কোনো সমস্যা নেই। সদ্য মা হওয়ার পর অনেকে ৮ ঘণ্টার শিফটে কাজ করা শুরু করেছেন… এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে।”
বহুল প্রতীক্ষিত এই ‘মা’ ছবিটি আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। কাজলকে এক নতুন রূপে এবং একটি টানটান হরর গল্প দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। 🎬👻