অরিজিৎ, শ্রেয়া থেকে শুরু করে কমল হাসান ও আমির খান—তারকারা বলছেন, ‘এখন নয়’
ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার ছায়া এবার পড়েছে বিনোদন অঙ্গনেও। দেশের পরিস্থিতি বিবেচনা করে একের পর এক তারকা তাদের অনুষ্ঠান ও সিনেমাসংক্রান্ত কার্যক্রম স্থগিত করছেন।
আজ ১০ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্ট হওয়ার কথা ছিল। তবে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত রাখছেন। তিনি লেখেন, “এই কনসার্ট আমার জন্য খুব স্পেশাল ছিল। তবে একজন নাগরিক হিসেবে এখন দেশের পাশে থাকাই জরুরি।” এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পরও তিনি সুরাট কনসার্ট বাতিল করেছিলেন।
তবে শ্রেয়া একা নন। বলিউড ও দক্ষিণ ভারতের সিনেমাজগতেও চলছে একই ধারা। সুপারস্টার কমল হাসান তাঁর নতুন ছবি ঠগ লাইফ-এর ১৬ মে-র অডিও লঞ্চ অনুষ্ঠান স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বিনোদন অপেক্ষা করতে পারে, কিন্তু দেশের স্বার্থ অগ্রাধিকার।”
আমির খানও পিছিয়ে দিয়েছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পার-এর প্রথম ঝলক প্রকাশ। একইভাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ভুল চুক মাফ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির বদলে সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে।
পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তগুলো শুধু সংবেদনশীলতারই পরিচয় নয়, বরং দেশের প্রতি তারকাদের দায়বদ্ধতার প্রতিফলন।