জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে দেখা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। ’ তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি। যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। ’ এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির প্রতি এই চাপ তৈরি করেন তিনি।

তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জেলেনস্কি, শান্তি আলোচনায় সম্ভাবনার নতুন জানালা?

যুক্তরাষ্ট্রের চাপ, যুদ্ধবিরতির প্রত্যাশা, আর ব্যক্তিগত সাক্ষাতের প্রস্তাব—তুরস্কে কি শুরু হতে যাচ্ছে নতুন কূটনৈতিক অধ্যায়? প্রতিবেদন:রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ…